নিজস্ব প্রতিবেদক

  ২৪ মার্চ, ২০১৯

মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ২৬ মার্চ ও শুক্রবার ছাড়া ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন চলবে প্রোগ্রাম। গতকাল বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই প্রোগ্রামের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ক্রাশ প্রোগ্রামের মেয়াদ প্রয়োজনে বাড়ানো হতে পারে। ক্রাশ প্রোগ্রাম চলাকালে প্রতিদিন লার্ভিসাইড, ম্যালেরিয়া অয়েল বি এবং ফগার মেশিনের সাহায্যে অ্যাডাল্টিসাইড ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে ছিটানো হবে। এ সময় অন্যদের মধ্যে ১নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন, ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়–য়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মিজানুর রহমান, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সেলিম ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close