চট্টগ্রাম ব্যুরো

  ২৩ মার্চ, ২০১৯

‘অন্য রোগের মতো হৃদরোগের চিকিৎসা হয় না’

রোগের কারণ জানানো হলে রোগীরা সেটি মেনে চলতেন। ফলে রোগীর সংখ্যা কমতো। আর সেটিই হতো চিকিৎসাবিজ্ঞানের সফলতা। তাই হৃদরোগের কারণগুলো রোগীকে জানিয়ে সেগুলো এড়িয়ে চলার পরামর্শ দিতে হবে। গতকাল শুক্রবার দুই দিনব্যাপী জাতীয় সাওল হার্ট সেন্টার সেমিনারে ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় এসব কথা বলেন। সাওল হার্ট সেন্টার চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে এলজিইডি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, হার্টের রক্তনালির ৭০ শতাংশ ব্লকের পর বুকে ব্যথা অনুভব হয়। এর আগে কেউ বুঝতে পারে না তার হৃদরোগ আছে। যক্ষ্মা হলে সারতে ছয় মাস কিংবা এক বছর লাগে। নিউমোনিয়া ১০ থেকে ১৫ দিনে সারে। কিন্তু হৃদরোগ থেকে সেরে ওঠার সুযোগ নেই। অথচ চিকিৎসকরা অন্য রোগের মতো এ রোগে চিকিৎসা দিচ্ছেন। হৃদরোগ ধরা পড়লে রোগীকে ওষুধ প্রেসক্রাইব করে দায় সারছেন। অবস্থা খারাপ হলে রিং পরানো কিংবা বাইপাস সার্জারির পরামর্শ দিচ্ছেন। অথচ এ রোগ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত হাঁটা, ব্যায়াম, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। বলেন, বিমল ছাজেড়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close