নিজস্ব প্রতিবেদক

  ১৮ মার্চ, ২০১৯

বিএনপিকে নাসিম

সংসদে আসুন কথা বলুন

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের প্রতি সংসদে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আপনারা সংসদে আসুন, কথা বলুন। যে আটজন নির্বাচিত হয়েছেন তারাই সংসদে আসুন। আপনাদের নেত্রীর কথা বলুন। গতকাল রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বধির শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম এসব কথা বলেন।

রাজধানীর বিজয়নগরে ঢাকা সরকারি বধির স্কুল প্রাঙ্গণে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বিএনপির উদ্দেশে নাসিম বলেন, ভুল সিদ্ধান্তের কারণে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনাদের নেত্রী খালেদা জিয়া জেলে তার জন্য এখন কথাও বলতে পারছেন না। এত অন্যায় করেছেন যে, আপনারা বধির হয়ে গেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। সেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বিএনপি-জামায়াতের শাসনামলে সেই বঙ্গবন্ধুর জন্মদিন তো দূরের কথা মৃত্যুবার্ষিকীও রাষ্ট্রীয়ভাবে পালন করা হতো না। বরং বঙ্গবন্ধুর মৃত্যু দিনে ভুয়া জন্মদিন পালন করা হতো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close