reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মার্চ, ২০১৯

৩৭তম বিসিএস

নন-ক্যাডার পদে সুপারিশের ফল প্রকাশ

৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির [নবম গ্রেড) পদে সুপারিশের ফল গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। কমিশনের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রথম/দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদের জন্য আবেদনকারী প্রার্থীর থেকে প্রথম শ্রেণির [নবম গ্রেড] নন-ক্যাডার পদে এ পর্যন্ত সর্বমোট ৫৭৮ জন প্রার্থীকে কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে। প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে উল্লেখযোগ্য সংখ্যক সমাজসেবা অধিদফতরের সমাজসেবা কর্মকর্তা পদে ১৫০ জন, খাদ্য অধিদফতরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৫২ জন, নির্বাচন কমিশন সচিবালয়ের উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে ২৩ জন, নিবন্ধন পরিদফতরের সাবরেজিস্ট্রার পদে ৪০ জন, পরিববেশ অধিদফতরের সহকারী পরিচালক পদে ৩১ জনসহ সর্বমোট ৭৮ ক্যাটাগরির ৫৭৮টি পদের জন্য সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close