নিজস্ব প্রতিবেদক

  ১২ মার্চ, ২০১৯

৬৬০০ পানির জার ধ্বংস

মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে নোংরা পানি বিক্রির দায়ে ৬ হাজার ৬০০টি পানির জার ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার বিএসটিআইর দুটি পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন স্থানে পানির জার ধ্বংস এবং ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে মামলা করা হয়।

বিএসটিআইয়ের অভিযান সম্পর্কে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন গণমাধ্যমকে বলেন, ক্রেতা বা ভোক্তা যাতে ভেজালমুক্ত নিরাপদ খাদ্যসামগ্রী পেতে পারেন সে বিষয় নিশ্চিত করতে বিএসটিআই কাজ করছে। ভেজাল বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বিএসটিআইয়ের মানচিহ্ন দেখে পণ্য ক্রয় এবং ওজন ও পরিমাপের সব ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি ব্যবহারের জন্য ক্রেতা ও ভোক্তাদের প্রতি আহ্বান জানান।

রাজধানীর মোহাম্মদপুর, গাউছিয়া মার্কেট, নীলক্ষেত, নিউমার্কেট, হাজারীবাগ, পান্থপথ, কারওয়ানবাজার, তেজগাঁও শিল্প এলাকায় অভিযানগুলো চালানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close