মহানগর (সিলেট) প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

অবৈধ ইটভাটা বন্ধে বনমন্ত্রীর হুশিয়ারি

পাথর কোয়ারিতে চলা পরিবেশ ধ্বংসকারী বোমা মেশিন আর অবৈধ ইটভাটা বন্ধে হুশিয়ারি দিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। গতকাল শনিবার বেলা ১১টায় সিলেট বন বিভাগের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন। এর আগে তিনি সিলেট নগরের টিলাগড়ের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেছেন। বনমন্ত্রী বলেন, ‘সিলেটে বোমা মেশিন ব্যবহার যেভাবেই হোক বন্ধ করতে হবে। নিষিদ্ধ এই যন্ত্র দিয়ে ভূগর্ভ থেকে পাথর তোলায় ধসে যাচ্ছে নদের তীর, আশপাশের চা বাগান। নষ্ট হচ্ছে প্রকৃতি, দূষিত হচ্ছে পরিবেশ। আমাদের পরিবেশ রক্ষায় এই যন্ত্রের ব্যবহার বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ‘আমাদের জীবন বাঁচাতে গাছের প্রয়োজন। দেশের অন্যান্য জায়গার তুলনায় সিলেটের বন বিভাগ ভালো অবস্থানে আছে। বন বিভাগের কর্মকর্তারা আরো দায়িত্বশীল হয়ে কাজ করবেন বলে আমার প্রত্যাশা।’

মন্ত্রী আরো বলেন, ‘আমাদের দেশে বায়ু দূষণের মূল কারণ ইটভাটা। সংসদে ইটভাটা নিয়ে নতুন আইন তৈরি হচ্ছে। এত ইটভাটা নির্মাণে কঠোর আইন হচ্ছে। জনে জনে ইটভাটা তৈরি না করে অন্তত ১০ জন মিলে একটি ইটভাটা তৈরি করুন। এত পরিবেশ ভালো থাকবে। এক্ষেত্রে সরকারও আপনাদের সহযোগিতা করবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের বন বিভাগের কর্মকর্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close