নিজস্ব প্রতিবেদক

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

চোরাচালান পণ্যসহ আটক ৫

রাজধানীর ভাটারায় ভারত থেকে চোরাইপথে আনা অনেকগুলো শাড়ি, থ্রি-পিস ও প্রসাধনী সামগ্রীসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-১০। তারা হলো মো. সাইদুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. আতিক, মো. সোহেল ও রানু বেগম।

গত শনিবার বিকেল সাড়ে ৩টায় তাদের ছোলমাইদ থেকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক। উপ-অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যে ছোলমাইদে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের ১ নারীসহ ৫ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪২টি ভারতীয় শাড়ি, ৩৪৫টি থ্রি-পিস, ১৪টি ল্যাহেঙ্গা, ২৯টি ব্লাউজ, ১২টি ওড়না, ৮টি টু-পিস, ৩টি পাঞ্জাবি, ২৩৪ মিটার পাঞ্জাবির কাপড়, ১ হাজার ৬০০ মিটার প্রিন্টের কাপড় ও ৭১ ডজন বিভিন্ন লোশনজাতীয় প্রসাধনী উদ্ধার করা হয়। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত ৮টি মুঠোফোন আটক করা হয়েছে। উদ্ধার করা পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানায়, তারা সংঘবদ্ধ চোরাচালানকারি চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা শুল্ক ফাঁকি দিয়ে চোরইপথে ভারতীয় বিভিন্ন পণ্য আনছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close