সিলেট প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

এসআইইউতে ভিসি নিয়োগে রাষ্ট্রপতির সম্মতি

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এসআইইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের জন্য সম্মতি প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সংক্রান্ত একটি পত্র হাতে পেয়েছেন বলে জানিয়েছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামিম আহমদ।

দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসির পদ শূন্য রয়েছে। প্রায় সবক’টি প্রশাসনিক পদের কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে। কিছুদিন আগে স্থায়ী ক্যাম্পাসের জন্য বিশ্ববিদ্যালয়ের নামে দুই একর জমি দান করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামীম আহমদ। তাছাড়া বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ড নিয়েও রয়েছে পাল্টাপাল্টি মামলা, যা আদালতে বিচারাধীন। তবে মামলা থাকলেও ভিসি নিয়োগে আর কোনো বাধা থাকল না।

এসআইইউ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামীম আহমদ বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। ‘মহামান্য’ চ্যান্সেলর (রাষ্ট্রপতি) কর্তৃক ভিসি নিয়োগের জন্য একটি পত্র পেয়েছি। কবে নাগাদ ভিসি জয়েন করতে পারেন? এমন এক পশ্নের জবাবে তিনি বলেন, সবেমাত্র পত্র পেয়েছি, প্রক্রিয়া চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close