মহানগর (সিলেট) প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

সিলেটে হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন

সিলেটে নগরবাসীর নিজস্ব ভূমি ও ভবনের পরিমাপ এবং হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন (জেনারেল রি-অ্যাসেসমেন্ট) কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন। সোমবার সকালে সিটি মেয়র আরিফুল হক কুমারপাড়ার নিজ বাড়ির পুনর্মূল্যায়ন ফরম গ্রহণের মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সিটি করপোরেশনের বিধি অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর অন্তর হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়নের কথা থাকলেও বিভিন্ন কারণে দীর্ঘ ১৩ বছর ধরে তা করা হয়নি। ফলে হোল্ডিং ট্যাক্স আদায় করা হচ্ছে আগের হিসেবেই। এতে নতুন করে করারোপ যেমন সম্ভব হয়ে ওঠেনি তেমনি বাড়েনি কর দাতাদের সংখ্যাও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close