বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ০৩ ফেব্রুয়ারি, ২০১৯

রাসিকের চলমান কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) চলমান কার্যক্রম যথাযথভাবে দ্রুত সম্পন্নের নির্দেশ প্রদান করেছেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন। এতে সভাপতিত্ব করেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সভায় অন্যদের মধ্যে প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ এফ এম আঞ্জুমান আরা, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজেত হোসেন রিটু, সার্জন ডা. ফরহাদ হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close