reporterঅনলাইন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি, ২০১৯

সিভাসু মাৎস্যবিজ্ঞান অনুষদের ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ^বিদ্যালয়ের (সিভাসু) মাৎস্যবিজ্ঞান অনুষদের ষষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ক্যাম্পাসের শহীদ মিনার এবং বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর আ. হালিম, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. জান্নাতারা খাতুন, পোলট্র্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ড. পরিতোষ কুমার বিশ^াস, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (বহিরাঙ্গন) ড. এ কে এম সাইফুদ্দীন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) ড. কবিরুল ইসলাম খান, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ প্রমুখ। শোভাযাত্রা শেষে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে কেক কাটা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close