নিজস্ব প্রতিবেদক

  ৩১ জানুয়ারি, ২০১৯

ধূলিদূষণের বিরুদ্ধে অভিযানে নেমেছে ডিএসসিসি

উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে ভেজাল খাদ্য ও সড়ক-ফুটপাত দখলমুক্ত করার মতো এবার রাজধানীর ধূলিদূষণ প্রতিরোধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ডিএসসিসির পানি ছিঁটানো কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘ঢাকাকে ধূলিদূষণমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা করা হবে।’

প্রসঙ্গত, গত সোমবার উন্নয়নমূলক কাজের কারণে ঢাকা মহানগরীতে ধুলাবালিতে বায়ুদূষণ প্রতিরোধে সকাল-বিকেল রাস্তায় পানি দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। একই সঙ্গে ঢাকা শহরে বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সপ্তাহে দুবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পরিবেশ অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়।

আদালত বলেছেন, রাজধানীর যেসব জায়গায় উন্নয়ন ও সংস্কারকাজ চলছে, সেসব জায়গা ১৫ দিনের মধ্যে এমনভাবে ঘিরে ফেলতে হবে, যাতে শুকনো মৌসুমে ধুলো ছড়িয়ে বায়ুদূষণ বাড়তে না পারে। পাশাপাশি ধুলাবালিপ্রবণ এলাকাগুলোতে দিনে দুবার করে পানি ছিটাতে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এসব নির্দেশনা বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়। পানি ছিঁটানো কার্যক্রমের উদ্বোধন করে মেয়র খোকন বলেন, ‘শহর পরিচ্ছন্ন রাখতে আগে থেকেই ডিএসসিসির এ কার্যক্রম চলছে। এরপরও মহামান্য আদালতের নির্দেশনা মেনে আমরা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি। এ কার্যক্রমের আওতায় প্রতিদিন ৫১ কিলোমিটার সড়কে সকাল-বিকেল পানি ছিঁটানো হবে।’

এ ব্যাপারে নাগরিকদেরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র সাঈদ। তাদের উদ্দেশে ডিএসসিসি মেয়র বলেন, ‘যারা যেখানে কাজ করছেন নিজ উদ্যোগে সেসব স্থানে সকাল-বিকেল পানি ছিঁটিয়ে ধুলাবালিমুক্ত রাখবেন। আপনারা একটু সচেতন হলে আমরা একটি পরিচ্ছন্ন ধুলাবালিমুক্ত শহর আপনাদের উপহার দিতে পারি।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন, অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপক খন্দকার মিল্লাতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close