নিজস্ব প্রতিবেদক

  ২৮ জানুয়ারি, ২০১৯

প্রকাশিত হলো দুটি পপ আপ বই

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হলো দেশের অন্যতম শিশুতোষ গ্রুপ প্রকাশনা সংস্থা প্রগতি পাবলিশার্সের প্রকাশনা জগতে দেড় যুগ পূর্তি আর প্রখ্যাত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দুটি পপ আপ বইয়ের প্রকাশনা উৎসব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রগতি পাবলিশার্সের স্বত্বাধিকারী আসরার মাসুদ। তিনি জানান, আজ থেকে আঠারো বছর আগে ২০০১ সালে প্রগতি প্রতিষ্ঠার কথা। কীভাবে তারা বইয়ের আকৃতিতে পরিবর্তন এনে, কচ্ছপ, বাঘ, ব্যাঙ, মাছ, রেলগাড়ি, এমনকি প্রশ্নবোধক চিহ্নের আকৃতিতে বই তৈরি করে শিশুদের আবারও বইমুখী করে তোলেন সেই কথা।

এরপর অনুষ্ঠানে প্রগতি পাবলিশার্স এ বিষয়ে কথা বলেন প্রগতি পাবলিশার্সের অন্যতম কর্ণধার সোলায়মান পারসী ফয়সল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীব। প্রগতি পাবলিশার্সেও সূচনালগ্ন থেকেই এর প্রতিটা কর্মকান্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত আছেন আহসান হাবীব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close