নিজস্ব প্রতিবেদক

  ২৮ জানুয়ারি, ২০১৯

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হান্ডিকে ২ লাখ টাকা জরিমানা

রেস্তোরাঁর মান নির্ধারণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নয়াপল্টনের হান্ডি রেস্তোরাঁকে ‘এ-প্লাস’ গ্রেডের স্টিকার দিয়েছিল। একই স্টিকার রেস্তোরাঁ মালিকরা কালার ফটোকপি করে তাদের ধানমন্ডি শাখায় লাগিয়েছিল। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত হান্ডির ধানমন্ডি শাখায় অভিযান চালিয়ে এ-প্লাস গ্রেডের স্টিকার পায়। এ দোষে রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা (অনাদায়ে এক মাসের জেল) দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিন দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয় ধানমন্ডির হান্ডি রেস্টুরেন্টে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, আমরা স্বাস্থ্যসম্মত মানের রেস্টুরেন্টের জন্য একটি স্টিকার দিয়েছিলাম। সচিবালয়ের আশপাশের এলাকায় আমরা প্রাথমিকভাবে স্টিকারগুলো দিয়েছিলাম। নয়াপল্টনের হান্ডি রেস্টুরেন্টকে আমরা এ প্লাস স্টিকার দেই। কিন্তু আমরা জানতে পারি যে, সেই স্টিকার নকল করে তারা ধানমন্ডিতেও লাগিয়েছেন। স্টিকারটি প্রতারণামূলকভাবে ব্যবহার করা হয়েছে। এছাড়া নিউমার্কেটে ফুচকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে খারাপ মানের ফুচকা ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ জানান, এর আগেও এই ধরণের ফুসকা কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close