বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ২৪ জানুয়ারি, ২০১৯

জামিনে মুক্ত হলেন বিএনপি নেতা চাঁদ

অবশেষে চার মাস দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। প্রায় দুই ডজন মামলা মাথায় নিয়ে গত বছরের ১ সেপ্টেম্বর থেকে বিএনপির এ প্রভাবশালী নেতা কারাগারে ছিলেন। এ তথ্য নিশ্চিত করে চাঁদের ব্যক্তিগত সহকারী জালাল হোসেন প্রতিদিনের সংবাদকে জানান, কারাগার থেকে বের হয়েই আবু সাঈদ চাঁদ সরাসরি রাজশাহীর চারঘাটে তার বাসায় গেছেন। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর চারঘাট থানা পুলিশ চাঁদের নিজ বাড়ি মাড়িয়া গ্রাম থেকে আটক করে কারাগারে পাঠিয়েছিল।

উল্লেখ্য, কারাগারে থাকা অবস্থায় সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন থেকে আবু সাইদ চাঁদ বিএনপির প্রার্থী ছিলেন। প্রতীক পেয়ে তার পক্ষে প্রচারও শুরু হয়েছিল। তবে চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়েরর দিন তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আবারও আবু সাঈদ চাঁদের প্রার্থিতা স্থগিত করা হলে নির্বাচনে তিনি আর অংশগ্রহণ করতে পারেননি। ফলে এ আসনে ধানের শীষের কোনো প্রার্থী ছিল না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close