নিজস্ব প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০১৯

এটিএম বুথের নিরাপত্তকর্মী হত্যা

৩ সন্দেহভাজন গ্রেফতার

রাজধানীর বারিধারায় এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে খিলবাড়ীরটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার এসআই মিজানুর রহমান। শামীম ‘এলিট’ নামে যে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে চাকরি করতেন, গ্রেফতার তিনজনও সেখানকার মাঝারি পর্যায়ের কর্মকর্তা। গ্রেফতাররা হলো আবদুর রহিম, শাহিন আলম এবং রাজীব। এসআই মিজানুর বলেন, শামীমের বাবা নজরুল ইসলাম চারজনকে সন্দেহ করে যে মামলা করেছেন, তার ভিত্তিতে সোমবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়। অপরজন নজরদারিতে আছে।

মিজানুর বলেন, ‘গ্রেফতার তিনজন হত্যাকা-ের সঙ্গে আদৌ জড়িত কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। শামীমের বাবার অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।’ একটি মোবাইল ফোন কেনা নিয়ে শামীমের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল উল্লেখ করলেও কী ধরনের দ্বন্দ্ব তা জানাননি তিনি। গত সোমবার সকালে বারিধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মী শামীমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close