reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০১৯

বিএসটিআইর মামলা ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল সোমবার গাজীপুর জেলার কোনাবাড়ি ও টঙ্গী এলাকায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ লঙ্ঘন করায় এ মামলা করা হয়। অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে পরিদর্শক রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।

অভিযুক্ত ৬ প্রতিষ্ঠানের মধ্যে গাজীপুরের মেসার্স বিউটি সুইট মিট, মেসার্স মুসলিম সুইট অ্যান্ড বেকারি এবং মেসার্স টাঙ্গাইল ভিআইপি সুইটসের দই পণ্যের পাত্রে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close