চট্টগ্রাম ব্যুরো

  ২১ জানুয়ারি, ২০১৯

চট্টগ্রামে জঙ্গিবাদবিরোধী আলেম সমাবেশ

সুচিন্ত বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী আলেম-ওলামা-শিক্ষার্থী সমাবেশ বিভাগীয় চ্যাপ্টারের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে গতকাল রোববার আল হুমায়রা (রা.) মহিলা ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (ডিসি নর্থ) বিজয় বসাক বলেন, ইসলাম শান্তির ধর্ম। একজন মুসলমানের কাছে মুসলমান এবং অন্য ধর্মাবলম্বী লোকজনও নিরাপদ থাকবেÑ এটাই ইসলামের মূল শিক্ষা।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, মানুষ হত্যা কোনো ধর্মই সমর্থন করে না। প্রধান বক্তা মাওলানা ফররুখ আহমদ বলেন, কোনো ছাত্র, শিক্ষকের আচরণ অস্বাভাবিক কিংবা সন্দেহজনক মনে হলে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ৯৯৯-এ ফোন করে জানাবেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ এমরান, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন, আল হুমাইরা (রা.) মহিলা ফাজিল মাদরাসার সভাপতি আলহাজ মুহাম্মদ নুরুল আবসার, চান্দগাঁও থানা ওসি (তদন্ত) মুহাম্মদ রেজাউল করিম, বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ ইউনুস। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ উইংস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমরান রাজু, সাহিদুল আলম সাকিব, সৌরভ মুৎসুদ্দি ও সুমাইয়া আহমেদ মুন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close