নিজস্ব প্রতিবেদক

  ২১ জানুয়ারি, ২০১৯

আধুনিকায়নের জন্য ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় শিশুপার্ক

আধুনিকায়ন কাজের জন্য রাজধানীর শাহবাগ শিশুপার্কটি আগামী ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের শুরু থেকে শাহবাগ শিশুপার্কে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। রাজধানীর শিশু-কিশোরদের অত্যন্ত প্রিয় এ পার্কে ঘুরতে এসে প্রতিদিন শত শত মানুষ ফিরে যাচ্ছে। এসব ভুক্তভোগীদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ ছাড়াই পার্কটি বন্ধ করেছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে ভিন্ন কথা বলছে ডিএসসিসি; সংস্থার দায়িত্বপ্রাপ্তরা বলছেন, শিশুপার্কে দর্শনার্থী প্রবেশের আগে একাধিক জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়াও শিশুপার্কের সামনে বন্ধের নোটিশ এবং কোন কোন কাগজে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেসব তথ্য সাঁটানো রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পার্কের ভেতর ভাঙচুর এবং সংস্কার কার্যক্রম চলছে। বুলডোজারসহ অন্যান্য প্রকৌশল যন্ত্রসামগ্রী দিয়ে রাইডগুলো উপড়ে ফেলা হচ্ছে। পার্কের দক্ষিণের ফুডকোর্টগুলো ভাঙার কাজ চলছে। পার্কের দুটি প্রবেশপথে ডিএসসিসির প্রকৌশল বিভাগের দেওয়া একটি বিজ্ঞপ্তি ঝুলানো রয়েছে। নোটিশে লেখা রয়েছে, ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় শাহবাগ শিশুপার্কের উন্নয়ন ও আধুনিকায়ন কাজ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বাস্তবায়নাধীন থাকায় অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে শিশুপার্ক সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। পার্কের উন্নয়ন ও আধুনিকায়নের কাজের সমাপ্তির পর শিশুপার্কটি সর্বসাধারণের জন্য খোলার বিষয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

ডিএসসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুর রহমান বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানসহ শিশুপার্কের উন্নয়ন কাজের জন্য পার্কটি আগামী ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে অবকাঠামোগত উন্নয়নসহ বেশকিছু নতুন রাইড স্থাপন করা হবে। এরপর আগামী জানুয়ারি থেকে পার্কটি চালু করা হবে। সে লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close