চবি প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০১৯

চবির ওয়েবপোর্টাল তৈরি-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) ওয়েবসাইট আধুুনিকায়ন এবং ওয়েবপোর্টাল তৈরি-সংক্রান্ত বিষয়ে চবির সঙ্গে সম্প্রতি উপাচার্য দফতরের সভাকক্ষে AGAMilabs Ltd..-এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চবির পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ এবং AGAMilabs Ltd..-এর পক্ষে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তসলিমা খানম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় চবি আইসিটি সেলের পরিচালক এবং চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী ও আইসিটি সেলের সহকারী পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মানের আধুনিকায়নকৃত এ ওয়েবপোর্টালের আওতায় বিশ^বিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্র, লাইব্রেরি, মিউজিয়াম এবং অফিসসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করে ওয়েবসাইটে রাখা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close