বিশেষ প্রতিনিধি, রাজশাহী

  ১৯ জানুয়ারি, ২০১৯

নির্মাণশ্রমিকদের অধিকার রক্ষায় ১২ দফা দাবি

ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) উদ্যোগে ‘১৮ জানুয়ারি নির্মাণশ্রমিকদের দাবি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ইনসাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১২ দফা দাবি আদায় ও বাস্তবায়নের লক্ষ্যে র‌্যালি-সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রতি মাসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ডসভা, নির্মাণশ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, পেনশন স্কিম চালু, রেশনিং ব্যবস্থা চালু, কর্মস্থলে আহত-নিহতদের ক্ষতিপূরণ ও ২০১৯-২০ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ করে নির্মাণশ্রমিকদের মৌলিক অধিকার বাস্তবায়ন।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজশাহী মহানগরীর গণকপাড়া মোড়ে মানববন্ধন সমাবেশ করেছে ইনসাব রাজশাহী জেলা শাখা। সংগঠনের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি নবাব আলী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইনসাব রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু, মনোয়ার হোসেন মনু, হারুন-অর রশিদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close