নিজস্ব প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০১৯

ডিএসসিসির অভিযানে ২৯ জনের কারাদণ্ড

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে গৃহীত পাঁচ দিনব্যাপী খাদ্যে ভেজালবিরোধী অভিযানে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আনুষ্ঠানিকভাবে গত রোববার এ অভিযানের উদ্বোধন করেন।

গত পাঁচ দিনে একটি হোটেল সিলগালা, ৫টি প্রতিষ্ঠানকে সতর্ক এবং ১১ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

ডিএসসিসির পাঁচটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে করপোরেশনের ৫টি অঞ্চলে এসব অভিযান পরিচালিত হয়।

অভিযানের শেষ দিন বৃহস্পতিবার এলিফ্যান্ট রোড ও গাউসিয়া এলাকায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওয়ান স্টপ ফাস্টফুডের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিককে ৩ দিন এবং লুৎফা হোটেলের সোলাইমানকে ৫ দিনের কারাদন্ড দেয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close