reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০১৯

বিএসটিআইতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে সংস্থাটির মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। বিএসটিআইয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয় এবং আঞ্চলিক ও জেলা পর্যায়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএসটিআই একটি সেবাধর্মী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। বিএসটিআই কর্মকর্তাদের দেশের জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আমাদের ভিশন ২০২১, এসডিজি-২০৩০ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে তা বাস্তবায়নের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।’ সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close