নিজস্ব প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০১৯

‘সুপ্রশিক্ষিত জনগোষ্ঠীর ব্যাপক চাহিদা আছে’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিটাক আইন-২০১৯ শিগগিরই মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে। গতকাল বুধবার বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ভারপ্রাপ্ত শিল্প সচিব আবদুল হালিম। বিটাকের মহাপরিচালক ড. মফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় বিটাকের কার্যক্রম উপস্থাপন করা হয়। মন্ত্রী বলেন, দেশে-বিদেশে সুপ্রশিক্ষিত জনগোষ্ঠীর ব্যাপক চাহিদা আছে। তরুণদের এ সুযোগ কাজে লাগাতে হবে।

প্রসঙ্গত, বিটাকের মহাপরিচালক ড. মফিজুর রহমান দায়িত্ব পাওয়ার পর থেকে সংস্থাটির বিভিন্ন কার্যক্রমে গতিশীলতা এসেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close