সিলেট মহানগর প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০১৯

‘প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি হিসেবে সিলেটকে প্রতিষ্ঠিত করা হবে। এর প্রথম পদক্ষেপ হিসেবে সিলেট সিটিতে ফ্রি ওয়াইফাই সেবা ব্যবস্থা করা হবে। গতকাল বুধবার সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটকে নিয়ে এমন স্বপ্নের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকারের হাত ধরে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ। আর সিলেট হবে আলোকিত, উন্নত ও ডিজিটাল সিটি। মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন কোনো মঙ্গা নেই। দেশের ৯৪ শতাংশ মানুষ টয়লেট ব্যবহার করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close