জাবি প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো গতকাল শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। এদিন বেলা পৌনে ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। উদ্বোধনের আগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। উদ্বোধনকালে উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা রাখছে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা দেশ-বিদেশে যে সম্মান অর্জন করেছেন, তাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গৌরব বৃদ্ধি পেয়েছে। এ সময় অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত আ স ম ফিরোজ উল হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজসহ শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিজনেস স্ট্যাডিজ অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুলনাট্য, পিঠামেলা প্রভৃতি। এ ছাড়া রাতে লোকসংগীত স¤্রাজ্ঞী মমতাজ বেগম এমপির একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close