বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বিসিএসআইআরকে দেশ ও মানুষের উন্নয়নে গবেষণা করতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বেলন। মন্ত্রী বলেন, এ সরকার বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে নতুন নতুন আধুনিক গবেষণাগার প্রতিষ্ঠা করেছে। আমাদের অধিকাংশ গবেষণাগারসমূহ বিশ্বমানের। এখন শুধু প্রয়োজন বিজ্ঞানীদের দেশাত্মবোধ ও কাজের আগ্রহ সৃষ্টি করা। স্বপ্ন দেখতে হতে উন্নয়ন ও সমৃদ্ধি বাংলাদেশের। আমরা যা কিছু উদ্ভাবন করি তা দেশের মানুষের কল্যাণে পৌঁছে দিতে হবে। বাঙালিরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে। এ জাতি দেশের উন্নয়নে সব কর্মকান্ড করতে পারবে। তিনি সবাইকে প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

  ১৩ জানুয়ারি, ২০১৯

‘দেশের উন্নয়নে গবেষণা করবে বিসিএসআইআর’

অনুষ্ঠানে বিসিএসআইআরের আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা তুলে ধরে সংক্ষিপ্ত আলোকপাত করেন চেয়ারম্যান মো. ফারুক আহমেদ। পরে মন্ত্রী বিসিএসআইআরের জিনোম ল্যাবরেটরি পরিদর্শন করেন। এ সময় বিসিএসআইআরের সদস্য, সব ইউনিটের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close