reporterঅনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি, ২০১৯

বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস : চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির সব প্রেরণার উৎস। যার জন্ম না হলে বিশ^ মানচিত্রে প্রতিষ্ঠা হতো না বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চবি বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে মহাবিজয়ের ফলে বাংলাদেশ যখন আনন্দ-উল্লাসে উত্তাল, অপরদিকে গোটা জাতির উদ্বেগ-উৎকণ্ঠার প্রহর তখনো কাটেনি। ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু দেশে ফিরে না আসা পর্যন্ত দেশের লাখো লাখো মানুষ ছিল অসহায়। উপাচার্য বলেন, দীর্ঘ ৯ মাস স্বৈরাচার পাকিস্তানি কারাগারে অন্ধ প্রকোস্টে বন্দিদশায় জীবন-মৃত্যুর মুখোমুখি হয়ে স্বাধীনতাকামী বাঙালি এবং বিশ^ নেতাদের চাপের মুখে রাজনীতির এই মহাকবি ১৯৭২ সালের ১০ জানুয়ারি কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পবিত্র মাটিতে পা রাখেন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী ও সাধারণ সম্পাদক মশিবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতা, রেজিস্ট্রার, হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close