reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০১৯

চবি উপাচার্যের সঙ্গে চীনা কৃষি বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ

চীনের হোশাদি জর্জিয়া উকোলজিক্যাল অ্যাগ্রিকালচার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান জেং পিং চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি পালি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জ্ঞান রতœ ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ উপস্থিত ছিলেন।

উপাচার্য অতিথিকে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। এসময় উপাচার্য অতিথিকে এ বিশ^বিদ্যালয়ের অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্র, জাদুঘর, পরিবেশ ও জীব বৈচিত্র্য, বনায়ন এবং প্রশাসনিক কর্মকান্ডের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। তিনি বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ এ বিশ^বিদ্যালয় মহান মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার উর্বর ক্ষেত্র। চবি ক্যাম্পাসে সকল ধর্মের শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাদের চিন্তা-চেতনার উন্মেষ ঘটিয়ে উন্মুক্ত পরিবেশে বিচরণ করে জ্ঞান অর্জনের অবাধ সুযোগ পাচ্ছে। চীন বাংলাদেশের ঘনিষ্ট উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতীম দেশ। উন্নয়ন-অগ্রগতিতে চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যে অভূতপূর্ব সহযোগিতা করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসার দাবীদার। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close