reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জানুয়ারি, ২০১৯

সিভাসুর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ক্লাস শুরু

গতকাল রোববার থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম নুরুল আবছার খান, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর জান্নাতারা খাতুন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর এম এ হালিম, পরিচালক (বহিরাঙ্গন) প্রফেসন ড. এ কে এম সাইফুদ্দীন এবং চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের উপপরিচালক মো. আজহারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ^বিদ্যালয়েন প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close