চট্টগ্রাম ব্যুরো

  ০৭ জানুয়ারি, ২০১৯

নতুন মন্ত্রিসভায় চট্টগ্রামের ৪ জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয় পাওয়ার পর নতুন মন্ত্রিসভার শপথ নিতে যাচ্ছেন চট্টগ্রাম থেকে স্থান পাওয়া চারজন। তারা হলেনÑ বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ সিং, রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ, আনোয়ারা আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও কোতোয়ালি-বাকলিয়া আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নওফেল প্রয়াত সাবেক সিটি মেয়র আলহাজ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলই সংসদে একমাত্র নতুন মুখ।

চারজনের মধ্যে বীর বাহাদুর উ শৈ সিং পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব, ড. হাছান মাহমুদ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেওয়া হয়েছে।

গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। ঘোষিত মন্ত্রিসভার তালিকায় চট্টগ্রাম অঞ্চল থেকে স্থান পেয়েছেন চারজন। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার সাত দিনের মাথায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে যাচ্ছে আজ সোমবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close