নিজস্ব প্রতিবেদক

  ০৫ জানুয়ারি, ২০১৯

সৈয়দ আশরাফের নীতি-আদর্শ আমাদের পাথেয় হবে : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলামের নীতি, আদর্শ, বিনয়, চরিত্রের যে গুণাবলি, সেগুলো আমাদের পাথেয় হবে। গতকাল শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তার মৃত্যুতে আমাদের যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা শোকাহত, গোটা আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া। সজ্জন এবং একজন ভালো মানুষ ছিলেন তিনি। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে তার একটা সুনাম ছিল। কাদের বলেন, তিনি আরো অনেক দিন আমাদের দলকে সার্ভিস দিতে পারতেন। সৈয়দ আশরাফের অবদানের কথা স্মরণ করে আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক বলেন, লন্ডনে আমাদের নেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আরেক মেয়ে শেখ রেহানার সঙ্গে সেই বড় দুঃসময়ের দিনগুলো কাটিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আশরাফ। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। সৈয়দ আশরাফুল ইসলাম শেখ হাসিনার মন্ত্রিসভায় স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনেও তিনি কিশোরগঞ্জের একটি আসন থেকে নির্বাচিত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close