reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ডিসেম্বর, ২০১৮

চবি মহিলা সংসদের বিজয় দিবস পালন

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মহিলা সংসদের উদ্যোগে গত রোববার এক আলোচনা সভা, ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী, সংসদ কর্তৃক প্রকাশিত স্যুভেনির ‘সূচনা’-এর মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চবি মহিলা সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি মহিলা সংসদের সম্মানিত সভানেত্রী মিসেস সেলিনা আখতার। উপাচার্য চবি মহিলা সংসদের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু তনয়া আধুনিক বাংলাদেশের রূপকার মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা বাংলাদেশে নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, তাঁদের কর্মসংস্থান সৃষ্টি ও সম্মান-মর্যাদা সুরক্ষায় ইতোমধ্যে দেশে ছাড়াও বিশ^ পরিমন্ডলে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন।

চবি মহিলা সংসদের সাধারণ সম্পাদক জার্মিলা আখতারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, চবি প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ও প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোল্য খালেদ হোসেন ও সেকশন অফিসার (তথ্য) মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close