নিজস্ব প্রতিবেদক

  ১৯ ডিসেম্বর, ২০১৮

অংশগ্রহণমূলক নির্বাচনকে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র : মিলার

মার্কিন রাষ্ট্রদূত মার্ল রবার্ট মিলার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করে। আমরা চাই, প্রত্যেকে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক।’ গতকাল মঙ্গলবার ঢাকার গুলশানে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতার খবর প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে আমরা অবগত আছি। সব দলের সহিংসতা এড়িয়ে চলা উচিত। আমরা যেকোনো ধরনের সহিংসতার নিন্দা করি।’ এ সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। তারা বলেছেন, সুষ্ঠু, অবাধ, ভয়ভীতিহীন ও সন্ত্রাসমুক্ত নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।’ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাফি উদ্দিন আহমেদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close