পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ১৮ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮: পীরগঞ্জে শিরীন শারমিন

শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের কারিগর

তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়ার কান্ডারি হতে হবে ছাত্রসমাজকে। গতকাল সোমবার পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ছাত্রলীগের কর্মিসমাবেশে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত সময়কালে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ছাত্রসমাজ, শিক্ষকসমাজ, ছাত্রছাত্রী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় দেশে অনেক সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয় তথ্যপ্রযুক্তিতে অভূতপূর্ব বিপ্লব ঘটিয়েছেন। যার সুবিধা আজকের যুবসমাজ, ছাত্রলীগসহ তরুণ সমাজ সবচেয়ে বেশি কার্যকরভাবে পাচ্ছে। জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, শিল্পপতি ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close