নিজস্ব প্রতিবেদক

  ১৮ ডিসেম্বর, ২০১৮

ডিএনসিসির উচ্ছেদ অভিযান

রাজধানীর নির্বাচন কমিশনের সন্নিকটে শেরেবাংলা নগর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে স্থাপিত ১৫০ অস্থায়ী সেমিপাকা, টিনশেড দোকান, শেডসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫ হাজার বর্গফুট এলাকা অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়। অভিযানে অন্যদের মধ্যে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ৫) মীর নাহিদ আহসান উপস্থিত ছিলেন। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close