ঢাবি প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর, ২০১৮

ঢাবিতে বিজয় একাত্তর হলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘বিতর্কে হোক বিজয় সহনশীলতার, যুক্তিতে শুদ্ধ জ্ঞান’Ñ সেøাগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একত্তর হলে ‘জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণীর মাধ্যমে এ প্রতিযোগিতা শেষ হয়। বিতর্ক প্রতিযোগিতায় বাংলা ও ইংরেজি বিভাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এতে ইংরেজি বিভাগে প্রথম হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাশাহীদ হাসান সীমান্ত। বাংলা বিভাগে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আফরিদা জিন্নুরাইন উর্বী। বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক সামসুজ্জামান সবুজ বলেন, বিতর্কের মাধ্যমে আমাদের বিজয় অর্জনের পথ ‘মুক্তিযুদ্ধ’ এর চেতনা অনুযায়ী সমাজ বিনির্মাণের পথে অগ্রসর হওয়াই আমাদের লক্ষ্য। সমাজে যাতে পরমত সহিষ্ণুতা ও সহনশীলতার চর্চা বৃদ্ধি পায় তাই আমাদের লক্ষ্য। ক্লাবের সভাপতি রিদওয়ান বিন মবিন জানান, বিতর্ক চর্চার মাধ্যমে একটি যুক্তি নির্ভর সমাজ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যেই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং বিচার বিশ্লেষণের ক্ষমতা অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই প্রতিযোগিতাটির আয়োজন। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের প্রাধক্ষ্য অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া। তিনি এমন একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য হলের বিতর্ক সংগঠনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য পরামর্শ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close