reporterঅনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর, ২০১৮

বিজয় দিবস উপলক্ষে বিশেষ স্বাস্থ্যসেবা সপ্তাহ পালনের উদ্যোগ

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে ১০ থেকে ১৬ ডিসেম্বর সারা দেশে বিশেষ স্বাস্থ্যসেবা সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। এ উপলক্ষে দেশের সব কমিউনিটি ক্লিনিক শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মাসহ জনসাধারণের রক্তের গ্রুপ পরীক্ষা, সব জেলা সদর হাসপাতালের বহির্বিভাগে দৈনন্দিন সেবার পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান ও বিশেষায়িত হাসপাতালসমূহে বিশেষ সেবা প্রদান করা হবে। এ উপলক্ষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close