reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০১৮

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি উৎসব অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লাবের উদ্যোগে গত শনিবার ‘এসইইউ প্রকৃতি উৎসব ২০১৮’ বিশ্ববিদ্যালয়টির তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত বিজ্ঞানী এবং বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মুবারক আহমদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান। স্বাগত বক্তব্য রাখেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। বক্তব্য রাখেন এসইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম কামাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ঢাকা ও ঢাকার বাহিরের ২০টি কলেজ এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রদর্শন, কুইজ ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close