চট্টগ্রাম ব্যুরো

  ১০ ডিসেম্বর, ২০১৮

নাশকতার মামলা

চট্টগ্রামে জামায়াত ও বিএনপির দুই নেতা গ্রেফতার

চট্টগ্রামে নাশকতার মামলায় জামায়াতে ইসলামী ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোররাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা হলেন জামায়াতের চকবাজার থানার সাবেক নায়েবে আমির জহির উদ্দিন এবং বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিকান্দার আলম। এদের মধ্যে জহির গত সিটি করপোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, বাকলিয়া বিএড কলেজ এলাকা থেকে জহির উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৪ সালের নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নাশকতার ঘটনায় লোহাগাড়া থানায় আটটি মামলা আছে। স্বেচ্ছাসেবক দলের নেতা সিকান্দারকে বাকলিয়া নয়া মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বাকলিয়া এলাকায় নাশকতার অভিযোগে মামলা আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close