reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০১৮

বুয়েটে ১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে গতকাল শনিবার বেলুন ও পতাকা উত্তোলন করে ১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৮ এর চুড়ান্ত পর্ব শুরু হয়। এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বুয়েট ও বাংলাদেশ গণিত সোসাইটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ডঃ মোঃ রফিক উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা রুবি গজনবী। সভাপতিত্ব করেন গণিত বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান। এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের মহতি উদ্যোগকে অনুষ্ঠানে উপস্থিত সকলেই সাধুবাদ জানান এবং তাদের এ ধরনের প্রায়াস ভবিষ্যতে অব্যহতি থাকবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির আহবায়ক অধ্যাপক ডঃ মুনিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ডঃ মোঃ মোবারক হোসেন, বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক অধ্যাপক ডঃ অমূল্য চন্দ্র মন্ডল সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close