বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ০৫ ডিসেম্বর, ২০১৮

দারুচিনি প্লাজার কাজ দ্রুত শেষ করার নির্দেশ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অংশীদারিত্বে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় নির্মাণাধীন দারুচিনি প্লাজার অসমাপ্ত কাজ দ্রুত শেষ করে মার্কেট চালুর নির্দেশ দিয়েছেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল মঙ্গলবার মহানগরীর নিউমার্কেট এলাকায় নির্মাণাধীন এ ভবন পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

মেয়র বলেন, সিটি করপোরেশনের আয় বাড়াতে ২০০৯ সালে তৎকালীন মেয়র থাকাকালে দারুচিনি প্লাজার নির্মাণকাজ শুরু করা হয়। চুক্তি অনুযায়ী ২০১৪ সালের এপ্রিলে এই ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু ২০১৩ সালের নির্বাচনে বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র নির্বাচিত হলে ভবনের নির্মাণকাজ কাজ বন্ধ হয়ে যায়।

পরিদর্শনকালে ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযিম, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোমিন, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাসার, দারুচিনি প্লাজার নির্মাণকারী প্রতিষ্ঠান বিশ^াস প্রোপ্রাইটিজের চেয়ারম্যান রুহুল আমিন বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close