চট্টগ্রাম ব্যুরো

  ০৪ ডিসেম্বর, ২০১৮

‘বেপজা ৭ দশমিক ২ বিলিয়ন ডলার রফতানি করেছে’

চলতি অর্থবছরে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বেপজা) অধীন আটটি ইপিজেডের ৪৭৬টি শিল্পপ্রতিষ্ঠান থেকে ৭ দশমিক ২ বিলিয়ন ডলার রফতানি হয়েছে বলে জানিয়েছেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুর রহমান খান। গতকাল বিকেলে কর্ণফুলী ইপিজেডে ফায়ার সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, চলতি অর্থবছরে বেপজার অধীন ইপিজেড থেকে ৭ দশমিক ২ বিলিয়ন ডলার রফতানির পাশাপাশি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫২ শতাংশ। দেশের জাতীয় রফতানিতে বেপজার অবদান ২০ শতাংশ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম উপরিচালক আবদুল মান্নান ও সহকারী পরিচালক জসিম উদ্দীন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close