রাজশাহী ব্যুরো

  ২১ নভেম্বর, ২০১৮

নারী উদ্যোক্তারা সহজ শর্তে জায়গা বরাদ্দ পাবেন : লিটন

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীতে এখন নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে। এদের অনেকে সফলও হয়েছেন। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) যেসব ভবন এবং মার্কেট নির্মাণাধীন রয়েছে, সেখানে নারী উদ্যোক্তাদের সহজশর্তে জায়গা বরাদ্দ দেওয়া হবে। যাতে নারীরা স্বাবলম্বী হতে পারেন।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরভবনের গ্রিন প্লাজায় মাসব্যাপী শীতবস্ত্র, সিল্ক, হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজশাহী উইমেন এন্টারপ্রিনিয়াস এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এ মেলার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন আরো বলেন, আমি নির্বাচনী প্রতিশ্রুতিতে ১০০ গার্মেন্টস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি। ১০০ গার্মেন্টসে ন্যূনতম এক লাখ মানুষের কর্মসংস্থান হবে। বিশেষ করে নারীদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিনামূল্যে নারীদের গার্মেন্টস কাজের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close