reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০১৮

এ বছর বিজিডিসিএলের ২১৭.৮৬ কোটি টাকা মুনাফা

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) ২০১৭-১০১৮ অর্থবছরে ২১৭.৮৬ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। গত সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বি আইসিসি) প্রতিষ্ঠানটির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও বিজিডিসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পারভীন আকতার। সভায় শেয়ারহোল্ডারদের জানানো হয়, ‘এ অর্থবছরে ৩ হাজার ৫৭১ দশমিক ৫১ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রির বিপরীতে বিজিডিসিএলের অন্যান্য পরিচালন আয়সহ মোট রাজস্ব আয় হয়েছে ২ হাজার ২০৭ দশমিক ৩০ কোটি টাকা। আলোচ্য অর্থবছরে কোম্পানি করপূর্ব মুনাফা অর্জন করেছে ২১৭ দশমিক ৮৬ কোটি টাকা এবং ডিএসএল, সিডিভ্যাট, আয়কর ও লভ্যাংশ বাবদ মোট ১৬৪ দশমিক ৩৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close