চট্টগ্রাম ব্যুরো

  ২০ নভেম্বর, ২০১৮

চট্টগ্রামে রেলওয়ে শ্রমিক লীগ

নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান

নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের নেতারা। গতকাল সোমবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সমাবেশে বক্তারা এ কথা বলেন।

শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, রেলের অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অচিরেই ৬৪টি জেলায় রেলওয়ের নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। হাইস্পিড বুলেট ট্রেন চালু হলে মাত্র ২ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাতায়াত সম্ভব হবে। এরই মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রুটের কাজ শুরু হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান বক্তারা। রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আখন্দ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রুহুল আমিন বাবলু, সহ-সভাপতি অরুণ চন্দ্র দাস, আবদুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক গোকুল চক্রবর্তী, তথ্য ও গবেষণা সম্পাদক ওয়ালীখান, দফতর সম্পাদক রাখাল চন্দ্র দেওয়ানজী, ক্রীড়া সম্পাদক টি এম আবিদ হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close