রাজশাহী ব্যুরো

  ২০ নভেম্বর, ২০১৮

বিএনপির আবু হেনাকে মনোনয়ন না দেওয়ার দাবি

রাজশাহীর-৪ (বাগমারা) আসনে বিএনপির সাবেক এমপি আবু হেনাকে মনোনয়ন না দিতে নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবে বাগমারা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাগমারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাবেক এমপি আবু হেনার বাগমারায় আগমন ভালোভাবে দেখছে না বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতা আবু হেনাকে সুবিধাবাদী উল্লেখ করে বক্তব্যে বলেন, নমিনেশন দেওয়া হলে তৃণমূলের জনগণ মেনে নেবে না। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, আবু হেনা বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক পদে ২ বছর দায়িত্ব পালন করা অবস্থায় দুর্নীতির দায়ে দায়িত্বচ্যুত হন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম সিদ্দিক, মহবত হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, আবদুল আলিমসহ সংগঠনের নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close