reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০১৮

খুচরা বিপণন শিল্পের আধুনিকায়ন

বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

খুচরা বিপণন পেশাদারদের মাঝে দক্ষতা ও জ্ঞানের উৎকর্ষতা সাধন ও আধুনিকায়নের জন্য তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল কংগ্রেস। গত শনিবার ঢাকার লে মেরিডিয়ানের গ্র্যান্ড বল্রুমে এটি অনুষ্ঠিত হয়। স্বপ্নের পরিবেশনায় এবং লোটোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই কংগ্রেসের আয়োজনে ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

অনুষ্ঠানটিতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন রিটেইল বিশেষজ্ঞ এবং বিশিষ্ট করপোরেট ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। আলোচিত বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল স্টোর ডিজাইন এবং ভোক্তা অভিজ্ঞতা, পণ্য বিপণনের পরবর্তী পদক্ষেপ, খুচরা বিপণন কৌশল, অনলাইন ও অফলাইন খুচরা বিপণন প্রবৃদ্ধি, ডিজিটাল খুচরা বিপণনের বিবর্তন, ইত্যাদি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এসিআই লজিস্টিকসের বিজনেস ডিরেক্টর সোহেল তানভির খান। সেশনগুলো পরিচালনা করেন সিটি ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড প্রধান নাজমুল করিম চৌধুরী; মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট আশরাফ বিন তাজ; কিকশা ডট কমের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিশান কিংশুক হক, আইইউবিএটি কলেজ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন ড. মো. তারেক আজিজ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিক্স লিমিটেডের (স্বপ্ন) এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির, ইয়েলোর এক্সিকিউটিভ ডিরেক্টর শেহরিয়ার বারনি; আড়ংয়ের সিইও আশরাফুল আলম; সেইলর সিইও রেজাউল কবির; অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের সিইও রাজন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close