বিশেষ প্রতিনিধি, রাজশাহী

  ১৬ নভেম্বর, ২০১৮

সিডব্লিউআরএ’র অনুষ্ঠানে রাসিক মেয়র

৫ বছরে ১০০ গার্মেন্ট কারখানা স্থাপন করা হবে

‘মহানগরীর বেকার সমস্যা নিরসনে আগামী ৫ বছরে ১০০টি গার্মেন্ট কারখানা স্থাপন করা হবে। টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী দক্ষতা অর্জনকারীদের এসব গার্মেন্ট কারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’ গতকাল বৃহস্পতিবার ইউসেপ বাংলাদেশ রাজশাহী রিজিয়ন চাইল্ড অ্যান্ড ওমেন রাইটস অ্যাডভোকেসি (সিডব্লিউআরএ) আয়োজনে নগর ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

মেয়র বলেন, ‘সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের এগিয়ে নিতে ইউসেপ বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষিত নারী পুরুষ আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউসেপ রাজশাহীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে।’

ইউসেপ বাংলাদেশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘শুধু সরকারী চাকুরীর জন্য সময় নষ্ট না করে সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। মাদকের গ্রাস থেকে রক্ষা করতে যুব সমাজকে কর্মে সম্পৃক্ত করতে হবে।’

সভায় সম্মানিত বিশেষ অতিথি ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, এফডব্লিউসিএর পরিচালক ওয়াহিদা খানম, ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close