reporterঅনলাইন ডেস্ক
  ১৩ নভেম্বর, ২০১৮

ব্যুরো সদস্যদের ক্ষুদ্রঋণ বিতরণ ও কিস্তি পরিশোধ বিকাশে

সদস্যদের ক্ষুদ্রঋণ গ্রহণ ও পরিশোধ সহজ করতে সম্প্রতি শীর্ষস্থানীয় ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ, সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ক্ষুদ্রঋণ গ্রহণ ও পরিশোধের পাশাপাশি ব্যুরো বাংলাদেশের প্রায় ১৭ লাখ পরিবার প্রতিষ্ঠানটির সঙ্গে তাদের সঞ্চয় স্কিমের কিস্তির টাকাও বিকাশের মাধ্যমেই জমা দিতে পারবেন।

বিকাশের চিফ কর্মশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং বুরো বাংলাদেশের ডিরেক্টর ফিন্যান্স মো. মোশাররফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সম্প্রতি বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মবুরো বাংলাদেশ বর্তমানে সারা দেশে তাদের ৬৪,৮৯৮টি সেন্টারের মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তির টাকা গ্রহণ করে। বিকাশের সঙ্গ এই চুক্তির ফলে এখন প্রতিষ্ঠানটি সরাসরি তাদের সদস্যদের বিকাশ একাউন্টে ঋণের টাকা বিতরণ করতে পারবেন, একইভাবে সদস্যরাও তাদের বিকাশ একাউন্ট থেকেই ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close